Saturday, October 5, 2024
বাড়িরাজ্যচোর সন্দেহে আটক যুবকের কাছ থেকে উদ্ধার ব্যাটারি

চোর সন্দেহে আটক যুবকের কাছ থেকে উদ্ধার ব্যাটারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : চোরের সাত দিন, আর গৃহস্থের একদিন, এই প্রবাদটির মিলে গেল রবিবার আমবাসা মহকুমার অন্তর্গত ডলুবাড়ি কমলাছড়া এলাকায়।

এদিন সকালে এলাকার লোকজন সন্দেহভাজন এক যুবককে আটক করে। সে এক রাস্তা দিয়ে বারবার যাতায়াত করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরবর্তী সময় তাকে পাকড়াও করে স্থানীয় লোকজন তার কাছ থেকে চারটি ব্যাটারি উদ্ধার করে। জানা যায় এই ব্যাটারিগুলি পাশে থাকা বিএসএনএল অফিসের। স্থানীয়রা সাথে সাথেই খবর দেয় আমবাসা থানায়। ঘটনা স্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। পরবর্তী সময়ে ব্যাটারি সমেত ওই যুবককে আমবাসা থানায় নিয়ে যাওয়া হয়। ওই যুবকটি নেশায় আসক্ত ছিল জানিয়েছেন এলাকার লোকজন। জানা যায় ওই যুবকের বাড়ি আমবাসা থানাধীন লালছড়ি এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য