স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : রবিবার ধলাই জেলার ছাওমানু বিওপি মনোরঞ্জনের এলাকায় এন.এল.এফ -টি বিএম গোষ্ঠীর একজন তালিকাবিহীন ক্যাডার বি.এস.এফ কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে। বি.এস.এফ পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয় এদিন ভোরে গোমতী জেলার কিল্লা গ্রামের তুলসীরাম বাড়ীর বাসিন্দা উদয় মানিক জামাতিয়া সহিংসতার পথ ছেড়ে স্বাভাবিক জীবন যাপনের জন্য আত্মসমর্পণ করেছে।
আত্মসমর্পণকারী বিগত বছর সেপ্টেম্বর মাসে এন এল এফ টি-র বি এম গোষ্ঠীতে যোগদান করে। তবে বি এস এফ -এর পক্ষ থেকে আরো দাবি করা হয় ত্রিপুরা রাজ্য গত কয়েক দশক ধরে বিদ্রোহ প্রবণ। কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য গুরুত্ব দিচ্ছে যারা জঙ্গি গোষ্ঠীতে যোগদান করেছে তাদের মূল দেশায় ফিরিয়ে আনার।