Friday, February 7, 2025
বাড়িরাজ্যসিপিআইএম ছেড়ে ১২০ ভোটার বিজেপিতে

সিপিআইএম ছেড়ে ১২০ ভোটার বিজেপিতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি :  মজলিশপুরে ফের চমক দেখালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।অ‍াগামী ২০২৩ এর বিধানসভা নির্বাচনের আগে নিজের ঘর গোছানোর প্রস্তুতি  জোরকদমে শুরু করেছেন তিনি।

২০২৩ সালে রাজ্যে বিধানসভার ভোটের আগে নিজের বিধানসভা কেন্দ্র ১০-মজলিশপুরে একের পর এক যোগদান সভার মাধ্যমে প্রাক্তন মন্ত্রী তথা গত বিধানসভা নির্বাচনে মজলিশপুর কেন্দ্রের বিজিত সিপিআই(এম) দলের প্রার্থী মানিক দে’র সাংগঠনিক কোমর ভেঙ্গে ফেলেছেন সুশান্ত চৌধুরী।   সুশান্ত চৌধুরী বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই মজলিশপুর কেন্দ্রে রাজ্যের অন্যতম শক্তিশালী বিরোধী দল সিপিআই(এম)এখন ক্ষয়িষ্ণু শক্তি । গোটা মজলিশপুর কেন্দ্রে সিপিআই(এম) দলের নেতাদের এখন দূরবীন দিয়েও দেখা যায় না! আজ আরও একবার মজলিশপুরে সিপিআইএম থেকে বিজেপি দলে যোগ দিলেন শতাধিক কর্মী।

তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী।সভায় দলত্যাগীরা অভিযোগ করে বলেন, “সিপিআই(এম) দলে থেকে কোনও উন্নয়নমূলক কাজ করা যায় না, শুধুই হিংসা আর বিভেদের রাজনীতি করে সিপিআই(এম)দল। হিংসা আর উস্কানিমূলক রাজনীতি আমরা আর চাই না”, এমনই অভিযোগ তুলে গ্রাম তথা গ্রামের মানুষের উন্নয়নের স্বার্থের কথা বিবেচনা করে এবং সর্বোপরি  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি’র “সবকা সাথ সবকা বিকাশ” -এর উপর আস্থা রেখে  আজ আমরা  মজলিশপুর বিধানসভা কেন্দ্রের পূর্ব বড়জলা পঞ্চায়েতের  দীর্ঘবছরের বামেদের অপশাসনে লাঞ্ছিত ও বঞ্চিত লড়াকু  বাম কর্মী-সমর্থকদের ৩৯ টি পরিবারের ১২০ জন ভোটার  সিপিআই(এম) দল ছেড়ে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী  ভারতীয় জনতা পার্টিতে  যোগদান করেছি।

যোগদান সভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সিপিআই(এম) দলেও কিছু নীতিবান ও ভালো লোক রয়েছেন। যাঁদের রাজ্যের এবং নিজের এলাকার জন্য ভালো ও উন্নয়নমূলক কাজ করার ইচ্ছে ও মানসিকতা রয়েছে, কিন্তু সিপিআই(এম) দলে থেকে তারা হাঁপিয়ে উঠেছেন। আমাদের দলে এই ধরণের মানুষদের  জন্য  দ্বার সবসময়ই  খোলা রয়েছে।

তিনি বলেন, আজকে পূর্ব বড়জলা পঞ্চায়েত থেকে যারা বিজেপি দলের  পতাকা হাতে নিয়েছেন  তাঁদের যোগ্য সম্মান দিয়ে এলাকায়  সংগঠনের  সামনের সারিতে এনে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে  কাজ করার সুযোগ করে দেওয়া হবে। আমাদের মজলিশপুর কেন্দ্রের প্রত্যেকটি বুথে

প্রতি সপ্তাহে জনসংযোগ ও দলীয় কর্মসূচি চলছে ।এলাকার দীর্ঘমেয়াদী উন্নয়নের স্বার্থে দলীয় সংগঠন মজবুত  করাই আমাদের একমাত্র লক্ষ্য। প্রসঙ্গত উল্লেখ্য,

করোনা পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে নিজের বিধানসভা কেন্দ্রের  বিভিন্ন প্রান্তে অসহায় মানুষদের ত্রাণ পৌঁছানোর পাশাপাশি নিজের সংগঠনকে মজবুত করার কাজও শুরু করেছিলেন এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরী ।  আজকের এই যোগদানের মধ্য দিয়ে দলীয় সংগঠনকে শক্তিশালী করে ২০২৩ এর ভোট যুদ্ধে নামার আগে নিজের শক্তি আরেকটু বাড়িয়ে ফেললেন  সুশান্ত চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য