Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য

সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য


মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। রবিবার মুম্বইয়ের শিবাজী পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গান স্যালুটের মধ্যে দিয়ে শেষ বিদায় জানানো হল সঙ্গীতের ঈশ্বরকে।

সামাজিক প্রথা মেনে দিদির শেষ কাজ সারলেন লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর । তার আগে মুম্বইয়ের শিবাজী পার্কে আচার অনুষ্ঠান পালন করেন আট জন পুরোহিত। হৃদয়নাথের ছেলে আদিত্যও সেই আচারে অংশ নেন। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় মুখাগ্নি। হৃদয়নাথ যখন মুখাগ্নি করছেন তখন শিবাজী পার্কে উপস্থিত জনতার চোখে জল। চোখ ছলছল লতার বোন এবং অন্যান্য ঘনিষ্ঠদেরও।

পূর্ণ রাষ্ট্রীয় যখন শেষ বিদায়ের পালা চলছে, তখন শিবাজি পার্কে মৃদু স্বরে বাজছিল লতার সেই বিখ্যাত গান ‘মুঝে ভুলা না পাওগে…..’। এর কিছুক্ষণ আগেই শিবাজী পার্কে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজী পার্কে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠানে যেমন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনই তাঁর শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন সপরিবারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে, শরদ পাওয়ার, অজিত পাওয়ার, পীযূষ গোয়েল। উপস্থিত ছিলেন শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, বিদ্যা বালন, জাভেদ আখতারের, শঙ্কর মহাদেবনের মত ব্যক্তিত্ব। আর ছিলেন তাঁর ‘পুত্র’ শচিন তেন্ডুলকার। শিবাজী পার্কের প্রায় ২ হাজার বর্গফুট জায়গা শ্মশানের জন্য ব্যারিকেড করা হয়েছিল। সেখানেই এদিন শেষকৃত্যের আগে পালন করা হচ্ছে বিভিন্ন নিয়ম, আচার। গান স্যালুটে সঙ্গীতের সরস্বতীকে জানান হয় শেষ শ্রদ্ধা। সুরসম্রাজ্ঞীকে শেষশ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তাঁর মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তারপর একে একে উপস্থিত সকলেই পুষ্পস্তবক দিয়ে সুর সম্রাজ্ঞীকে বিদায় জানান। তাঁর মরদেহের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলেন সকলেই। লতা মঙ্গেশকরের ভাইপো আদিনাথ মঙ্গেশকর শেষকৃত্যের আচার পালন করছেন। তিনি লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য