Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যসরকারের উদ্দেশ্যে বিভিন্ন দাবিকে সামনে রেখে সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন মিছিল

সরকারের উদ্দেশ্যে বিভিন্ন দাবিকে সামনে রেখে সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি :  ই ডি এফ ও অন্তর্ভুক্ত শ্রমিকের পেনশন ন্যূনতম ৩০০০ টাকা করা ও জনস্বার্থে জীবনদায়ী ওষুধের মূল্য হ্রাস করার দাবি তুলল উত্তর পূর্বাঞ্চলের প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। শনিবার থেকে উত্তর পূর্বাঞ্চলের প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের দুইদিন ব্যাপী সম্মেলন শুরু হয়।

রবিবার সম্মেলনে দ্বিতীয় দিন আগরতলা শহরে এক মিছিলের আয়োজন করা হয়। রাজধানীর জগন্নাথবাড়ি রোডস্থিত স্টুডেন্ট হেলথ হোমের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে সংগঠনের সদস্যরা প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করে। সংগঠনের এক সদস্য জানান সম্মেলনের প্রথম দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে ৪২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছে। এইদিন সম্মেলনের দ্বিতীয় দিন। তাই এইদিন মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলের শেষে সংগঠনের নতুন কমিটি গঠন করা হবে আগামি দুই বছরের জন্য

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য