স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : খড় বোঝাই গাড়িতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হয় রবিবার। ঘটনার জেরে গাড়িতে মজুত খড় পুড়ে নষ্ট হয়ে যায়। যদিও দমকল কর্মীদের প্রচেষ্টায় রক্ষা পায় সিএনজি পরিচালিত গাড়িটি। অল্পের জন্য রক্ষা পায় গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা দুইটা নাগাদ খোয়াইয়ের পশ্চিম গণকি গ্রাম পঞ্চায়েতের বিমানবন্দর সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম গনকি এলাকা থেকে টি আর ০৬ ১৭২৭ নম্বরের একটি সিএনজি পরিচালিত মালবাহী অটো গাড়ি খড় বোঝাই করে যাচ্ছিল অন্যথায়। পশ্চিম গণকী বিমানবন্দর সংলগ্ন রাস্তার মোড় নিতে গিয়ে রাস্তার পাশে ঝুলন্ত বিদ্যুতিক তারে সাথে গাড়ির উপরে থাকা খড় সংস্পর্শে আসে। ফলে আচমকা গাড়িতে থাকা খড়ে দাউদাউ করে আগুন ধরে যায়। তখন গাড়ি চালক গাড়িটি নিয়ে যায় বিমানবন্দরের মাঠে। এলাকাবাসীর সাথে সাথে দমকল কর্মীদের খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে