স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : ‘লুন্ঠিত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র কর’ এই শ্লোগানকে সামনে রেখে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির ১৪ তম ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। দুদিন ব্যাপী আগরতলা টাউন হলে চলবে রাজ্য সম্মেলন। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির ১৪ তম ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার আগরতলা টাউন হলে প্রকাশ্য সমাবেশ হয়। এই প্রকাশ্য সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অল ইন্ডিয়া স্টেট গভর্মেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক এস সি কুমার।
তিনি রাজ্যের এবং দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত চাকরি বন্ধ করে দিয়েছে। এতে করে একদিকে যেমন দপ্তরের কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে, অপরদিকে বেকাররা নিরাশায় ভুগছে। তাই নিয়মিত চাকরি প্রদান করার জন্য সরকারের উদ্দেশ্যে দাবি জানান। পাশাপাশি এদিন কর্মসূচি থেকে আওয়াজ তোলা হয় শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষাকারী আইনগত অধিকার, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য লাভের অধিকার, শিক্ষক-কর্মচারীদের ডিফাইন্ড বেনিফিট পেনশন সিস্টেম অনুযায়ী পেনশন পাওয়ার অধিকার, জনজাতি অংশের মানুষের বনের অধিকার, স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার, বেকারদের নিয়মিত পদে চাকুরির অধিকার এবং সম কাজে সম মজুরির অধিকার, ব্যক্তিত্ব বিকাশের অধিকার প্রভৃতি। আয়োজিত সমাবেশে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক স্বপন বল, সংগঠনের নেত্রী মহুয়া রায় সহ অন্যান্য উপস্থিত ছিলেন।