Thursday, October 10, 2024
বাড়িরাজ্যরেগার কাজ নিয়ে দুর্নীতি অভিযোগে বিক্ষোভ দেখায় শ্রমিকরা

রেগার কাজ নিয়ে দুর্নীতি অভিযোগে বিক্ষোভ দেখায় শ্রমিকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : শ্রমিকদের রেগার কাজ গিলে খাওয়ার প্রচেষ্টার অভিযোগে উত্তেজিত রেগা শ্রমিকরা। অভিযোগ বেআইনিভাবে রেগার কাজ অন্যের নামে ৯০ হাজিরা খাতায় তুলে পুরো টাকা হাপিজ করার চেষ্টা চলছে অভিযোগ বক্সনগর আর ডি ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নাম্বার ওয়ার্ড এলাকায়। কারণ এই এলাকার বাসিন্দা মুসলিম মিয়ার নামে রেগার কাজ বের হয়। আজ তার ৫৭ তম দিন চলছে। শ্রমিকদের অভিযোগ, কাজের জন্য যখন ছবি তুলতে আসে তখন কেউ যদি হাজির না থাকে তাহলে ছবি তোলার দায়িত্বপ্রাপ্ত মায়া বেগম সেই ব্যক্তির হাজিরা খাতায় নাম তোলেন না।

অথচ মোট ৯০ হাজিরা এবং ওই ওয়ার্ডের মেম্বার আব্দুল মোতালেব দুই কার্ডের হাজিরা প্রতিনিয়ত তুলে যাচ্ছেন তিনি। এবং এই কাজটি চলছে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওয়ার্ডে। শ্রমিকরা একত্রিত হয়ে অভিযুক্ত মায়া বেগমকে এবং জি আর এস -এর কাছে জানতে চাইলে সে উত্তর তারা দিতে পারেনি। এই রেগার কাজের দুর্নীতি নিয়ে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। শ্রমিকদের আরো অভিযোগ মায়া বেগম এভাবে স্বাক্ষর করে নিলেও তার কাছ থেকে কোন তথ্য আদায় করেনি এলাকার জি আর এস। যার ফলে এলাকায় ২০৫৬ দিনের কাজ আসলেও এর মধ্যে ১৫০০ দিনের কাজ ভাগ্যে জুটবে শ্রমিকদের। তাই বাকি দিনের কাজের হিসেব চেয়েছে শ্রমিকরা। এদিকে জিআইএস জানান, তিনি এলাকায় নতুন বদলি হয়ে এসেছেন। তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। শ্রমিকদের কাছ থেকে তিনি যদি এ বিষয়ে অবগত হতেন তাহলে অবশ্যই ছবি তোলার কাজে দায়িত্বপ্রাপ্ত মায়া বেগমের বিরুদ্ধে পদক্ষেপ নিতেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য