স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এ বছরও কালো দিবস পালন করবে টি এস এফ। ৮ জানুয়ারি তারা কালো দিবস প্রতিবছরের মতো পালনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সংগঠনের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া।
উত্তর- পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরায়ও কয়েক বছর আগে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল টি এস এফ। রাজ্যেও আন্দোলন গড়ে তোলা হয়েছিল। নেতৃত্বের অভিযোগ ২০১৯ সালে মাধববাড়িতে তাদের শান্তিপূরণ আন্দোলনের উপরে পুলিস গুলি চালিয়েছিল। এর প্রতিবাদ জানিয়ে প্রতিবছর কালো দিবস পালন করা হচ্ছে। ৮ জানুয়ারি টি এস এফ সমাবেশ করবে।