Saturday, July 27, 2024
বাড়িরাজ্যরেগার মজুরির দাবিতে আমবাসা - গন্ডাছড়া সড়ক অবরোধ

রেগার মজুরির দাবিতে আমবাসা – গন্ডাছড়া সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : রেগার কাজ করে মজুরি না পেয়ে রেগার শ্রমিকরা সড়ক অবরোধে বসল শনিবার। অভিযোগ আমবাসা ব্লকের অধীন জগন্নাথপুর পঞ্চায়েতের রেগার শ্রমিকরা রেগার কাজ করার পর বিগত দেড় মাস ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি মিলছে না। শ্রমিকরা দলে দলে একাধিকবার স্থানীয় জগন্নাথপুর পঞ্চায়েতে গিয়ে মজুরি দেওয়ার জন্য দাবি করলেও মজুরি দেওয়া হচ্ছে না।

তাই বাধ্য শনিবার সাপ্তাহিক হাটবারের দিন দেড় মাইল এলাকায় আমবাসা – গন্ডাছড়া সড়ক অবরোধে বসে শ্রমিকরা। শ্রমিকদের বক্তব্য এক দেড় মাসের রেগার মুজুরী দেওয়া হচ্ছে না তাই অবরোধ করা হয়েছে। অবশেষে খবর পেয়ে ব্লক আধিকারিক মুনমুন দেব্বর্মা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন, এবং আশ্বাস দেওয়া হয়েছে পৌষ পার্বণের আগেই তাদের মজুরি মিটিয়ে দেওয়া হবে। শ্রমিকরা এই আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়। শনিবার হাটবারের দিন প্রায় দেড় ঘণ্টা অবরোধ ছিল। এই অবরোধের কারণে রাস্তার দুই পাশে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে, সেই সাথে হাট বাজারে আসা ক্রেতাদের সমস্যায় পড়তে হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য