Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যশ্রী শ্রী শান্তিকালী ইংলিশ মিডিয়াম স্কুলের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

শ্রী শ্রী শান্তিকালী ইংলিশ মিডিয়াম স্কুলের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ফেব্রুয়ারি : অমরপুর সরবংস্থিত শান্তি কালী আশ্রমের বাৎসরিক উৎসবে শনিবার অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। অমরপুর শান্তিকালী আশ্রমে রাজ্যবাসীর মঙ্গলকামনা করে পূজো দেন এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

অমরপুর সরবঙ-এ স্বামী চিত্ত মহারাজের পৌরোহিত্যে শ্রী শ্রী শান্তিকালী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। ভাবি প্রজন্মের বিশেষ করে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল পরিবারের পড়ুয়াদের ভবিষ্যতে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে নিজেদের সাফল্যের কৃতিত্ব স্থাপনের উপযোগী করে তুলতে অগ্রণী ভূমিকা নেবে বলে জানান মুখ্যমন্ত্রী। ছেলে মেয়েদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ জীবন নির্মাণের লক্ষ্যে  রাজ্য সরকার দ্বারা গৃহীত একাধিক সময়োপযোগী পদক্ষেপ রাজ্যব্যাপী সফল ভাবে বাস্তবায়িত হচ্ছে। এক সূত্রে বেঁধে রাখা ভারতীয় ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতি ও ভাবাবেগের উপর আঘাতের অপপ্রয়াস কখনোই স্বার্থক হওয়ার নয় বলে জানান মুখ্যমন্ত্রী । যারা বংশ পরম্পরায় এবং পলিটব্যুরোর রাজত্ব করতেন তাদের দিন সমাপ্ত করে  দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন যারা মানুষের প্রতি দায়বদ্ধ তারাই ভারতবর্ষে রাজত্ব করতে পারবে। আগে মিথ্যা কথা বলে রাজনীতি হত। এখন মিথ্যা কথা বললে মানুষ স্মার্ট ফোনে দেখে তারা বিরোধীতা করে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন রাজ্যে এই প্রথম সরকারি হাসপাতালে এতবড় অস্ত্রপাচার হচ্ছে। সরকার স্বাস্থ্য ক্ষেত্রে আরো নজর বাড়াচ্ছে।  আগে কোভীডের সময় জিবি হাসপাতালে ষড়যন্ত্র করে বদনাম করা হচ্ছিল। ত্রিপুরা জুড়ে অপ প্রচার চালানো হয়।

এখন সেই জিবি মানুষের প্রান বাঁচাচ্ছে। এই ব্যবস্থা আগেও ছিল। কিন্তু লোক জিবিকে রাজনীতির আখড়া বানিয়েছিল। দপ্তরের মন্ত্রী হিসাবে সেই রাজনীতি এখন জিবিতে করতে দেওয়া হয়না বলে জানান মুখ্যমন্ত্রী। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা মানুষের সেবা করে জীবন দান করছেন বলেও জানান তিনি। শান্তিকালী আশ্রম থেকে বেড়িয়ে সোজা চলে যান অমরপুর মহকুমার দেববাড়ী এলাকায় অবস্থিত ছবিমুড়া পর্যটন কেন্দ্রে। পরিদর্শন করেন পুরো ছবিমুড়া। তারপরে বোট যোগে  নদী পথে ছবিমুড়ার প্রাকৃতিক দৃশ্য পরিদর্শনে বেড়িয়ে পরেন তিনি। এদিন ছবিমুড়া পরিদর্শন শেষে তিনি বলেন ছবিমুড়া এতকাল ত্রিপুরাতেই ছিলো । কিন্তু সরকারি ভাবে এটাকে বের করা হয় নি ।  মানুষের সামনে তেমনভাবে তুলে ধরা হয়নি। আগামী দিন এই ছবিমুড়াকে আরো সৌন্দর্য্যে ভরিয়ে তোলা হবে। গুহায় প্রবেশের রাস্তায় কৃত্তিম ভাবে সিরি করেছে বর্তমান সরকার। সবুজ বনায়ন, জল ও গুহা সকলের মনকে প্রফুল্লিত করে। নতুন কিছু করার স্পৃহা জাগায়। দেশ ও বিদেসের পর্যটকদের এই স্থান দেখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।  অমরপুর সফর কালে তার সঙ্গি হিসেবে ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। তাছাড়া ছিলেন বিজেপি গোমতী জেলা কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত পোদ্দার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য