নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : রাজধানীর রাজপথে একা ড্রাইভ করলে এবার থেকে মাস্ক পরার দরকার নেই। দিল্লি বিপর্যয় মোকাবিলার কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে যেন হাঁফ ছেড়ে বাঁচল রাজধানীর মানুষ।
কিছুদিন আগেও কোভিড নির্দেশিকার কড়াকড়িতে এতদিন মুখ মাস্ক পরতে হচ্ছিল। মাস্ক ছাড়া দিল্লির রাস্তায় বেরোনোর জো ছিল না। গাড়িতে একা থাকলে, সে ক্ষেত্রে কেন মাস্ক পরতে হবে, তা নিয়ে দিল্লিবাসীর একাংশ প্রশ্ন তুললেও সেই নির্দেশিকায় অটল ছিল দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। ওমিক্রনের সংক্রমণের লাগমছাড়া ঊর্ধ্বগতির জেরেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছিল। আদালতের ধমক খেয়ে সেই নির্দেশ থেকে সরে এল দিল্লি সরকার।
রাজধানীর কোভিড পরিস্থিতি নিয়ে শুক্রবার বেলায় পর্যালোচনা বৈঠক ছিল। সেই বৈঠকেই সিঙ্গল ড্রাইভিংয়ের ক্ষেত্রে এই ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তাই নতুন নির্দেশিকায় মাস্ক ছাড়া সিঙ্গল ড্রাইভিংয়ে বেরিয়ে জরিমানার মুখে পড়তে হবে না। এছাড়া আরও কিছু কোভিড বিধি এদিন শিথিল করা হয়েছে। জিম খোলার অনুমতি দেওয়া হয়েছে। খুলছে দিল্লি শহরের স্কুল-কলেজও।
দিল্লি সরকারকে উদ্দেশ্য করে বিচারপতির মন্তব্য, ‘এই অযৌক্তিক নির্দেশ কেন আপনারা প্রত্যাহার করছেন না? আপনি নিজের গাড়িতে বসবেন, সেখানেও মুখে মাস্ক পরতে হবে?’ মাস্ক বিতর্কে এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দায় ঝেড়ে ফেলে। জানায়, একা গাড়িতে থাকলেও মুখে মাস্ক পরতে হবে, এমন কোনও নির্দেশ কেন্দ্র দেয়নি। তবে, এ-ও জানায়, স্বাস্থ্য হল রাজ্যের বিষয়। এ ক্ষেত্রে সিদ্ধান্ত রাজ্যকেই নিতে হবে।