স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : ইট ভাট্টার শ্রমিকদের মজুরি দ্রুত ২০ শতাংশ বৃদ্ধি করা, শ্রমিকদের বাসস্থান পাকা করা, শ্রমিকদের জন্য পানীয় জল, শৌচালয়, বিদ্যুৎ ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, শ্রমিকদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করা সহ চার দফা দাবিতে ইট ভাট্টা শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন দাস, নির্মল রায়, কানু ঘোষ প্রমুখ।
এদিন দাবি সনদ প্রতিনিধি দলের পক্ষ থেকে দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তপন দাস জানান, ২০১৮ সরকার পরিবর্তনের পর থেকে শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয় নি। পূর্বতন সরকারের সময় প্রতিবছর ত্রিপাক্ষিক বৈঠকের পর শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হতো। সরকারের এ ধরনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। সরকার এবং শ্রম দপ্তর সম্পূর্ণভাবে উদাসীন। রাজ্যের ইট ভাট্টাগুলির সাড়ে তিন শতাধিক শ্রমিকের কথা ভাবছে না। করোনা পরিস্থিতিতে শ্রমিকদের সংকট আরও বেড়েছে। শ্রম দপ্তরের অফিসের সামনে এসে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করলেও কোন ইতিবাচক ভূমিকা নেই। তাই পুনরায় ডেপুটেশনের শামিল হয়েছে বলে জানান তিনি।