Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যচা বাগানের শ্রমিকদের দীর্ঘ ৩৫ বছর শাসন করে গেছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলো...

চা বাগানের শ্রমিকদের দীর্ঘ ৩৫ বছর শাসন করে গেছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলো : মন্ত্রী টিঙ্কু রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর :  ভারতীয় মজদুর সংঘের তৃতীয় দিবার শিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তারা এদিন একটি রেলিতে অংশ নেয়। পরে এই রেলিটি এসে জমায়েত হয় রবীন্দ্র ভবনের সেই সমাবেশ স্থলে। এই সমাবেশের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী টিংকু রায়।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন স্বাধীনতার ৭৭ বছর আর ত্রিপুরা পূর্ণ রাজ্য স্বীকৃতি পাবার ৫০ বছর পর মধ্য ভারত তথা রাজস্থান মধ্যপ্রদেশ বা দিল্লি শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়েছে। আর এই ব্যবস্থা হয়েছে রেল পরিষেবার মধ্য দিয়ে। একটা রাজ্যের উন্নয়নের জন্য রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। মন্ত্রী টিংকু রায় আরো বলেন ১৯৬৪ সালে ধর্মনগর পর্যন্ত রেল আসে। এই রেল কুমারঘাট পর্যন্ত ৩৫ কিলোমিটার আসতে ২৫ বছর সময় লেগেছে। ১৯৮৯ সালে এই রেল ধর্মনগর থেকে পৌঁছায় কুমারঘাট পর্যন্ত। আর বর্তমানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে এই রেল আগরতলা থেকে শুধুমাত্র ব্রডগেজ রেল নয়, আগরতলা থেকে ১১০ কিলোমিটার দূর সাব্রুম স্টেশন এবং সাব্রুম স্টেশন থেকে বদরপুর স্টেশন পর্যন্ত সাড়ে ৩০০ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে। যার কারণে ত্রিপুরার সাধারণ মানুষ আগরতলা শহর থেকে রেল পরিষেবার মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেতে পারছেন। মন্ত্রী টিঙ্কু রায় আরো বলেন ত্রিপুরার মানুষ সত্যিকার অর্থে বঞ্চিত ছিল। ধর্মনগর থেকে আগরতলায় সড়কপথে আসতে একটা সময়ে লাগতো ৬ ঘণ্টা।

 আর বর্তমানে এই একই দূরত্ব সম্পন্ন পথ অতিক্রম করতে সময় লাগছে মাত্র আড়াই ঘণ্টা। দীর্ঘ ৩৫ বছর এ রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল। বামফ্রন্টের নেতারা যখন বক্তব্য রাখতেন তখন তারা বলতেন শুধু লড়াই আর লড়াই করে বাঁচার কথা। তারা শ্রমিক মেহনতি মানুষ ও চা শ্রমিকদের কথাও বলতো। চা বাগানের শ্রমিকদের কেবলমাত্র শাসন করে গেছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলো। বাগানের শ্রমিকদের এক ইঞ্চি জমি দেওয়া সম্ভব হয়নি বামফ্রন্ট সরকারের আমলে। আর এই কারণে চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান সন্ততিরা ভালোভাবে লেখাপড়া করতে পারেনি। যার কারণে তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি সরকারি কোন পদে চাকরি করা। কিন্তু ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার গত পাঁচ বছরে শ্রমিক কল্যাণ প্রকল্পে ৮২০০ পরিবারের মধ্যে ২১০০ পরিবারকে জমি দেওয়া হয়। জমি পাওয়ার পর বাগানের শ্রমিকরা সম্মানের সঙ্গে বাঁচার অধিকার পেয়েছে। প্রধানমন্ত্রী সব সময় বলেন আত্মনির্ভরের কথা। আর আত্মনির্ভর এর অর্থ হচ্ছে সম্মানের সঙ্গে বাঁচা। এদিন এই সম্মেলনকে কেন্দ্র করে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য