স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : স্বামী সহ শুশূড় বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে উদয়পুর রাধাকিশোরপুর থানার দারস্ত নির্যাতিতা গৃহবধূ।
আজ থেকে প্রায় সাত বছর আগে উদয়পুর মহকুমার চন্দ্রপুর এলাকার আর এফ টিলার সুজাতা নমঃ ভালবেসে বিয়ে করেছিল চড়িলামের বাসিন্দা পেশায় গাড়ি চালক রাজেশ দাশকে। বিয়ের পর কয়েক বছর ভালো কেটেছে তাদের সাংসারিক জীবন। একটি পুত্র সন্তান ও রয়েছে তাদের।কিন্তু কয়েক বছর ধরে সুজাতার উপর নির্যাতন চালাচ্ছে স্বামী সহ শুশূড় বাড়ির লোকজন। অত্যাচার সহ্য করে ও সুজাতা চেয়েছিল স্বামীর ঘর করতে।
কিন্তু অবশেষে অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে বাধ্য হয়ে সুজাতা ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। বুধবার সুজাতা তার মাকে নিয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানায় এসে স্বামী রাজেশ দাশ, শুশূড় বরুন দাশ ও দেওর বিশাল দাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বধূ নির্যাতনের একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় পুলিশী তদন্তে শুশূড়,দেওর ও স্বামীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে রয়েছে পরিবারের লোকজন।