স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : রাজধানী আগরতলার এয়ারপোর্ট থানা সংলগ্ন এলাকা রীতিমত আতঙ্কিত গরু চোরদের তাণ্ডবে। গরু চুরির লাগাম প্রান্তে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর কাছে কত দুদিন আগেই বিস্তারিত জানিয়েছিলেন চার বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার। কিন্তু এয়ারপোর্ট থানার পুলিশ গরু চোরদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। যার কারণে পুলিশের ব্যর্থতার সুযোগ নিয়ে
আবারো এক ব্যক্তির তিনটি গরু চুরি করে নিয়ে গেল গরু চোরের দল। ঘটনা মঙ্গলবার গভীর রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত সাহা পাড়ায়। চন্দন রায় নামের এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় গরু চোরের দল। রাতের আঁধারে চোরেরা আসে একটি বোলেরো গাড়ি নিয়ে। এই চিত্রটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। গরুর মালিক চন্দন রায় জানিয়েছেন, সম্প্রতি তিনি গরুর গোবর বিক্রি করেছিলেন। যারা এই গোবর কিনতে এসেছিলেন, তারা এই গরু চুরি কান্ডে যুক্ত থাকতে পারে বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি স্থানীয় একটি পেট্রোল পাম্প কে এলাকার সাধারণ মানুষের তরফে অনুরোধ করা হয়েছিল রাস্তার পাশে থাকা একটি বড় লাইট এবং সিসি টিভি ক্যামেরা রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। কারণ লাইট সহ সিসিটিভি ক্যামেরা রাস্তার দিকে ঘুরিয়ে দিলে অভিযুক্তদের সনাক্ত করা সুবিধা হবে বলে এলাকাবাসীদের ধারণা। যদিও পরবর্তী সময় খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানায়। ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। শুরু করে তদন্ত। তবে গোটা এলাকায় পুলিশের নজরদারি নিয়ে ব্যাপক অভিযোগ উঠতে শুরু করেছে। গত একমাস ধরে একাধিক গরু চুরি হয়ে গেছে এয়ারপোর্ট থানার আওতাধীন বিভিন্ন এলাকা থেকে। কিন্তু নিশি নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকার কারণে এয়ারপোর্ট থানার পুলিশ গরু চোরদের সেই বোলেরো গ্যাংকে এখনো গারদে পুরতে পারছে না।