স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ২৫ ডিসেম্বর তথা বড়দিন। ইতিমধ্যে বড়দিনকে সামনে রেখে মরিয়ম নগর চার্চে চলছে প্রস্তুতি। মরিয়ম নগরে প্রত্যেক বছরের ন্যায় এই বছর মেলা বসবে। এই মেলাকে সামনে রেখে বুধবার মরিয়ম নগর স্কুলে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা।
উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর সহ প্রশাসনিক আধিকারিকরা। প্রস্তুতি সভা শেষে বিধায়ক রতন চক্রবর্তী জানান প্রত্যেক বছরের ন্যায় এইবারও মরিয়ম নগরে বসবে মেলা। ২৫ ডিসেম্বর মরিয়ম নগর চার্চে কেক কাটা হবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিকাল বেলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন বিধায়ক রতন চক্রবর্তী। উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটর।