Sunday, January 19, 2025
বাড়িখেলাইউরো থেকে ছিটকে যাওয়ার কথা জানালেন কোর্তোয়া

ইউরো থেকে ছিটকে যাওয়ার কথা জানালেন কোর্তোয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ডিসেম্বর: গত আগস্টে মৌসুম শুরুর আগ মুহূর্তে রিয়াল মাদ্রিদের অনুশীলনে গুরুতর চোটে পড়েন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে তাঁর। এরপর চিকিৎসকের ছুরির নিচেও যেতে হয় তাঁকে। সে সময় জানা যায়, আগামী বছরের এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে এই গোলরক্ষককে। তখন থেকেই পুনর্বাসনে আছেন কোর্তোয়া।লম্বা সময়ের জন্য কোর্তোয়াকে না পেয়ে বিকল্প হিসেবে রিয়াল ধারে চেলসি থেকে নিয়ে আসে কেপা আরিসাবালাগাকে। তবে এপ্রিলের মধ্যে কোর্তোয়ার সেরে ওঠার কথা থাকলেও এখন ভিন্ন কথাই জানালেন এ গোলরক্ষক। এই চোটে আগামী বছরে ইউরোতে খেলতে না পারার বিষয়টিও নিশ্চিত করেছেন কোর্তোয়া।মঙ্গলবার বেলজিয়ামের সংবাদপত্র স্পোরজাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ খবর নিশ্চিত করেছেন কোর্তোয়া। ইউরোতে খেলতে না পারা নিয়ে এ সময় নিজেদের হতাশার কথাও জানান এ গোলরক্ষক। কোর্তোয়া বলেছেন, ‘চোটের কারণে ইউরোতে আমার খেলা হবে না। প্রথমত, আমাকে শতভাগ সেরে উঠতে হবে এবং এ জন্য ফেরার কোনো তারিখ আগে থেকে ঠিক না করা ভালো হবে। যদি আমি ভাগ্যবান হই তবে আমি মে মাসে ম্যাচ খেলতে পারব। কিন্তু আমি কখনোই ইউরোর মতো বড় টুর্নামেন্টের জন্য শতভাগ ফিট হতে পারব না।’

সুযোগ পেলেও কেন ইউরোতে খেলবেন না—সেটা ব্যাখ্যা করে কোর্তোয়া বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত দলের ভালো গোলরক্ষক আছে আমি ৮০ শতাংশ ফিট হয়ে গোলবারের নিচে দাঁড়াব না। আমি জাতীয় দলের খেলার সম্মানকে এক পাশে সরিয়ে রেখে জুনে দলকে সমর্থন দিয়ে যাব। আশা করি আমরা ইউরোপিয়ান শিরোপা জিততে পারব।’কোর্তোয়া জানিয়েছেন এই ধরনের চোটে ভোগা অন্য খেলোয়াড়দের কাছ থেকে শুভকামনার বার্তাও পেয়েছেন, ‘আমি একই চোটে ভোগা অন্য খেলোয়াড়দের কাছ থেকে অনেক বার্তা পেয়েছি। আসেনসিও, ফ্যালকাও এবং মিকেল ওইরাসাবাল আমাকে বার্তা পাঠিয়েছে।’চোট সমস্যা অবশ্য কোর্তোয়ার জন্য নতুন কিছু নয়। গত মৌসুমেও একাধিকবার হ্যামস্ট্রিং ও নিতম্বের চোটে পড়েন এই বেলজিয়ান তারকা। যে কারণে খেলতে পারেননি ক্লাব বিশ্বকাপেও। মিস করেছিলেন চ্যাম্পিয়নস লিগ ও লা লিগারও বেশ কয়েকটি ম্যাচও।উল্লেখ্য, আগামী বছরের ১৪ জুন থেকে শুরু হবে ইউরো। ১৭ জুন স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ইউরো অভিযান শুরু করবে বেলজিয়াম। গ্রুপ ‘ই’ বেলজিয়াম ও স্লোভাকিয়ার সঙ্গে খেলবে রোমানিয়া এবং প্লে–অফ থেকে জিতে আসা দল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য