স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : এদিন সমবায় দপ্তরের রেজিস্ট্রার অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমবায় দপ্তরে অফার প্রাপ্ত ৫২ জন এবং সংখ্যা লঘু দপ্তরে অফার প্রাপ্ত ৫ জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়। এইদিনের অফার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া এইদিন অফার প্রাপ্তদের হাতে অফার লেটার তুলে দেন। এইদিন অফারপ্রাপ্ত এক দিব্যাঙ্গন মহিলার হাতে অফার তুলে দেন মন্ত্রী।
এক সাক্ষাৎকারে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া জানান রাজ্যের বেকারদের স্বার্থে নিয়োগ নীতির পরিবর্তন করা হয়। এইদিন সমবায় দপ্তর ও সংখ্যা লঘু দপ্তরে গ্রুপ-সি পদে অফার প্রাপ্তদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে। এদিকে এদিন মহাকরণের ৩ নং কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবহন দপ্তরে এল.ডি.সি পদে চাকুরী প্রত্যাশী ৮ জনের হাতে তুলে দেওয়া হয় অফার লেটার। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব ইউ.কে চাকমা, পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী এইদিনের নিজের হাতে চাকুরী প্রত্যাশীদের হাতে অফার লেটার তুলে দেন। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন যে কোন সরকার কর্মচারীদের সহযোগিতা ছাড়া চলতে পারে না। মন্ত্রী, সচিব, অধিকর্তারা নীতি নির্ধারণ করবে। কিন্তু প্রকল্প বাস্তবায়নের কাজ করে সরকারি কর্মচারীরা। কর্মচারীরা সঠিক ভাবে কাজ না করলে কোন প্রকল্প সফল হবে না। এল.ডি.সি-রা সঠিক ভাবে কাজ না করলে দপ্তর অচল হয়ে যাবে। বর্তমানে উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা এল.ডি.সি পদে চাকুরিতে যোগদান করছে। এইটা আনন্দের বিষয়। সাধারন জনগণকে যেন হয়রানির শিকার হতে না হয়, সেই দিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।