স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : আগামী ২৩ এবং ২৪ ডিসেম্বর ভারতীয় মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলনের আয়োজন করা হবে। সম্মেলনকে সামনে রেখে বুধবার রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে ভূমি পূজা করা হয়।
ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা রাজ্য কমিটির সাধারন সম্পাদক তপন কুমার দেব জানান ভারতীয় মজদুর সংঘের তিন বছর পর পর সম্মেলন হয়ে থাকে। এই সম্মেলনে সংগঠনের সর্বভারতীয় নেতৃত্বরা উপস্থিত থাকেন। এই সম্মেলনের মধ্যদিয়ে সংগঠনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়। ২৩ ও ২৪ ডিসেম্বর সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে প্রকাশ্য সমাবেশ।