স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ডিসেম্বর : মঙ্গলবার রাজ্য সফরে আসেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। দুদিনের সফরে আসা প্রতিনিধি দলে রয়েছেন নীতি আয়োগের সদস্য ডঃ ভি.কে সরস্বতা, সিনিয়র এডভাইজার রাজীব কুমার সেন, ডেপুটি সেক্রেটারি হেমন্ত কুমার মিনা সহ অন্যান্যরা। রাজ্য সফরে এসে প্রতিনিধি দলের আধিকারিকরা এইদিন প্রথমে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেন।
উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক শেষে নীতি আয়োগের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে যান। সেখানে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে। বৈঠক মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা সহ রাজ্য প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এইদিনের বৈঠকে রাজ্যের উন্নয়ন সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।