স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর : দেশে একটা অরাজকতা তৈরি করা হচ্ছে। মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। শাসক গোষ্ঠী ধর্মের নামে বিভাজন করে ক্ষমতায় আসতে চায় ও ক্ষমতায় টিকে থাকতে চায়। সংবিধানের ধারে কাছে এরা নেই। মানুষের আস্থা বিশ্বাসের প্রতি এদের সম্মান নেই। শনিবার কংগ্রেসের সংখ্যা লঘু ডিপার্টমেন্টের এক সাংগঠনিক সভায় এই মন্তব্য করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।
এদিন আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে হয় সাংগঠনিক সভা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ সংখ্যালঘু নেতৃত্ব। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই সাংগঠনিক সভা করা হয়।আলোচনা করতে গিয়ে সুদীপ রায় বর্মণ বর্তমান শাসক দল বিজেপির কড়া সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, শাসক দলের শুধু একটাই খেলা ভোটের রাজনীতি। ক্ষমতায় টিকে থাকতে হবে, লুট বানিজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।