স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর :বিভিন্ন দাবিতে শুক্রবার সন্ধ্যায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের যৌথ সংগ্রাম মঞ্চের ডাকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ব্যাঙ্কের দৈনিক হাজিরা ও সাফাই কর্মচারীদের মুখে হাসি ফোটাতে এই আন্দোলন।
স্পনসর ব্যাংক থেকে আগত ডেপুটেড অফিসারদের স্বেচ্ছাচারিতা বন্ধ করতে এই আন্দোলন। এইদিনের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে গ্রামীণ ব্যাঙ্কের কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ব্যাঙ্কের এক কর্মী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানান। অনুরুপ ভাবে শনিবারও বিক্ষোভ প্রদর্শন করা হবে। কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে দীর্ঘ দিনের অমীমাংসিত দাবি আদায়ের আন্দোলন।