Sunday, January 19, 2025
বাড়িরাজ্যএকগুচ্ছ কর্মসূচি নিয়ে ঊনকোটি সফরে গেলেন রাজ্যপাল

একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঊনকোটি সফরে গেলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : বৃহস্পতিবার রাজ্যপাল ইন্দু সেনা রেড্ডি নাল্লু ধর্মনগরের সার্কিট হাউসে যান। সার্কিট হাউসে মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করে উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে যান। সেখানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। জানা গেছে, বৃহস্পতিবার দীর্ঘক্ষণ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা করেন। শুক্রবার সকালে তিনি প্রথমে চলে যাবেন নতুন বাজার, সেখান থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বিষ্ণুপুর যাবেন।

বিষ্ণুপুর থেকে ইয়াকুবনগর বিওপি, সেখান থেকে সরলা গ্রাম পঞ্চায়েতের কিছু রাস্তাঘাট পরিদর্শন করবেন। তারপর চলে যাবেন ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ব্রজেন্দ্রনগরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের কতটা সরকারি পরিষেবা মিলছে তা দেখে ব্রজেন্দ্রনগরের পেভার ব্লকের কাজ পরিদর্শন করবেন। তাছাড়া ব্রজেন্দ্রনগর ধুপি পাড়াতে একটি পানীয় জলের প্রকল্পের কাজ পরিদর্শন করবেন, সেখান থেকে সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারটি পরিদর্শন করে রাণী বাড়ি বাজারের পেভার ব্লকের কাজ পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে কদমতলাতে তপশিলি জাতির মেয়েদের জন্য যে হোস্টেলটি নির্মাণের কাজকর্ম পর্যবেক্ষণ করবেন। কদমতলা পঞ্চায়েত সমিতির ১ নং হল ঘরে এস এইচ জি সদস্যদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে মিলিত হয়ে সেখান থেকে জেলা সদরে চলে আসবেন। উল্লেখ্য রাজ্যপালের দুই দিনের সফর ঘিরে প্রশাসনের রয়েছে চূড়ান্ত প্রস্তুতি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য