স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : দূর্গা পূজার আগে থেকে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য এবং পেঁয়াজের মূল্য আকাশ ছোঁয়া। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার অভিযান করা হলেও নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং পেঁয়াজের মূল্য কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। মঙ্গলবার ফের একবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম। এইদিন এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযানকালে একটি সরকারি ন্যায্য মূল্যের দোকান ও একটি পেঁয়াজের হোল সেলের দোকান সিল করে দেন।
সদর মহকুমার ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক জানান এইদিন অভিযানের শুরুতে ২৯ নং সরকারি ন্যায্য মূল্যের দোকানে যান। সেখানে গিয়ে দেখেন ৩৪ কুইন্টাল চালের ঘাটতি রয়েছে। সাথে সাথে দোকানটি সিল করে দেওয়া হয়েছে। এই বিষয়ে সদর মহকুমা শাসককে অবগত করা হবে। সদর মহকুমা শাসক আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। সরকারি ন্যায্য মূল্যের দোকান সিল করার পর ওনারা যান একটি পেঁয়াজের দোকানে। প্রত্যক্ষ করেন এই দোকানদার ৫৮ টাকা করে প্রতি কেজি পেয়াজ বিক্রয় করছেন। ওনাকে কেন পেঁয়াজের দাম বেশি প্রশ্ন করা হলে তিনি জানান বেশি দামে তিনি পেয়াজ ক্রয় করেছেন। এই দোকানদারের বক্তব্য মোতাবেক তিনি যে দোকান থেকে এই পিয়াজ ক্রয় করেছেন, সেই দোকানে অভিযান চালানো হয়। দোকান মালিক কোন সঠিক উত্তর দিতে পারেন নি।
তার উপর ওনার রেজিস্টারের সাথে পেঁয়াজের মজুতের ঘাটতি রয়েছে। তাই ওনার দোকান সিল করে দেওয়া হয়েছে। বিষয়টি মহকুমা শাসকের নজরে নিয়ে যাওয়া হবে। অপর একটি দোকানে অভিযান চালাতে গেলে এই দোকানদার জানান পিয়াজ বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে তাই পিয়াজের মূল্য বেশি। এই বিষয়টিও মহকুমা শাসকের নজরে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।