স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধর্মনগর-বাগবাসা সড়ক অবরোধে সামিল হয় কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ও ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। এলাকার বাসিন্দারা জানান দীর্ঘ ৬ মাস ধরে ৩ নং ও ৪ নং ওয়ার্ডের রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য বহুবার ওনারা পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন।
কিন্তু পঞ্চায়েত থেকে জানিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েতের কোষাগারে কোন অর্থ নেই। ৬ মাস পূর্বে এলাকার বিধায়ক আশ্বাস দিয়েছিলেন ৩ মাসের মধ্যে রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে। কিন্তু ৬ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও রাস্তাটি সংস্কার করা হয়নি। তাই ওনারা বাধ্য হয়ে এইদিন ধর্মনগর-বাগবাসা সড়ক অবরোধে সামিল হয়েছেন। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে এলাকাবাসিরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়। এলাকার মানুষ এলাকার বিধায়ক যাদব-লাল দেবনাথের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে। উল্লেখ্য এই রাস্তার কাজের পাশে একটি সরকারি সিমেন্টের সাইনবোর্ড লাগানো হলেও তাতে কতদিনের মধ্যে কাজ শেষ হয় তার স্পষ্ট কোন উল্লেখ নেই। এতে বিপাকে পড়ছে সাধারণ মানুষ।