স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : ৮৪ তম নূপি লাল স্মৃতি দিবস উপলক্ষে পুথিবা লাই হারবা কমিটি ও ত্রিপুরা মিতেই এসোসিয়েশানের উদ্যোগে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর পুথিবা মন্দিরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া বলেন দেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে মনিপুরি সম্প্রদায়ের ভূমিকা রয়েছে। মনিপুরি সম্প্রদায় ত্রিপুরা রাজ্যে সাধু সমাজ হিসাবে পরিচিত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।