স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : তিন তালাক প্রথা প্রত্যাহারের জন্য দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে মঙ্গলবার এক মিছিলের আয়োজন করা হয়। হজ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের পর পশ্চিম জেলা শাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা। বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য জানান, ২০১৪ সালে দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দলমত নির্বিশেষে কাজ করে যাচ্ছে।
সংখ্যালঘু মহিলাদের তিন তালাক প্রথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তুলে দিয়ে দুর্বিষহ অবস্থা থেকে ফিরিয়ে সঠিক সম্মান দিয়েছে। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করার সুযোগ দিয়েছে এই সরকার। তাই ২০২৪ সালে বিরোধীদের জাতপাত ভাগাভাগি চেষ্টা বিফল করে দেশে পুনরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন সদর আহবান জেলার সংখ্যালঘু পুরুষ মহিলারা। সকলের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।