স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : আদিত্য মল্ল বর্মনের ১১০ তম জন্মদিনকে সামনে রেখে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দও সহ অন্যান্যরা।
মন্ত্রী সুধাংশু দাস বলেন, আগামী ১ জানুয়ারি আদিত্য মল্ল বর্মনের জন্মদিন পালন করা হবে। তিনি শুধু কবি এবং সাংবাদিক ছিলেন না, তিনি সকলের জন্য অনুপ্রেরণা ছিলেন। তাই উনার জন্মদিন বিশেষভাবে আয়োজন করা হয়েছে। রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি করা হবে মেলাঘরে। তিনদিন ব্যাপী হবে এই অনুষ্ঠান। বিশেষ আয়োজন করে কিভাবে আদিত্য মল্ল বর্মনের প্রতি সম্মান জানানো যায় সেদিকে গুরুত্ব দিয়েছে সরকার।