Saturday, March 22, 2025
বাড়িরাজ্যরাজ্যের পর্যটন ক্ষেত্র গুলি বিশ্বের দরবারে তুলে ধরার সহ ক্রিকেটের উন্নয়নেও আশ্বাস...

রাজ্যের পর্যটন ক্ষেত্র গুলি বিশ্বের দরবারে তুলে ধরার সহ ক্রিকেটের উন্নয়নেও আশ্বাস দিলেন সৌরভ গাঙ্গুলী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : সোমবার পর্যটন দপ্তরের ব্যান্ড এম্বাসেডর সৌরভ গাঙ্গুলী দুই দিনের সফরে রাজ্যে এসেছেন। বিশ্বের দরবারে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রগুলি তুলে ধরতে তিনি রাজ্য সফরে এসেছেন। এমবিবি বিমান বন্দর থেকে সৌরভ গাঙ্গুলি চলে আসেন রাজ বাড়িতে।

সেখানে পর্যটন দপ্তরের পক্ষ থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের পক্ষ থেকে মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের পক্ষ থেকে সভাপতি তপন কুমার লোধ পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করেন। তারপর পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সৌরভ গাঙ্গুলির চুক্তি পত্রের আদান প্রদান হয়। চুক্তি পত্রের আদান প্রদান শেষে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে সৌরভ গাঙ্গুলি জানান ১৯৮৮ সালে তিনি প্রথম ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। ৩৫ বছর পর ত্রিপুরা রাজ্যের পর্যটন দপ্তরের ব্যান্ড এম্বাসেডর হয়ে ত্রিপুরা রাজ্যে এসেছেন।

এইটা একটা আনন্দের বিষয়। এবং এটা তাঁর প্রাপ্তি। এইটা একটা মধুর সম্পর্কের শুরু। রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য মন দিয়ে কাজ করবেন। আগরতলা রাজবাড়ি দেখে তিনি আপ্লুত। রাজ্যের ক্রিকেটের উন্নয়নেও সাহায্যের প্রয়োজন হলে তিনি সাহায্য করবেন বলে আশ্বাস দেন। সৌরভ গাঙ্গুলিকে রাজ্য সরকার রাজ্যের পর্যটনের ব্যান্ড এম্বাসেডর করার কিছুদিন বাদে পশ্চিমবঙ্গ সরকার সৌরভ গাঙ্গুলিকে সেই রাজ্যের ব্যান্ড এম্বাসেডর হিসাবে ঘোষণা করে। তাই সৌরভ গাঙ্গুলি এক সাথে দুই রাজ্যের ব্যান্ড এম্বাসেডর হিসাবে কি ভাবে কাজ করবেন, এই নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দিতে গিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন এইটা কোন কঠিন কাজ নয়।

 দুইটি রাজ্যকে তুলে ধরার কাজ তিনি করবেন। এতে কোন রাজনীতি নেই। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন ত্রিপুরা রাজ্যের ক্রিকেটের অনেক উন্নয়ন হয়েছে। সময়ের সাথে অনেক কিছু পাল্টে গেছে। সাংবাদিক সম্মেলনে সৌরভ গাঙ্গুলির সাথে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, পর্যটন দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য