Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যশ্বশুরবাড়িতে বেড়াতে আসা জামাতার পচাগলা দেহ উদ্ধার, জামাতার বাড়ি আসামে

শ্বশুরবাড়িতে বেড়াতে আসা জামাতার পচাগলা দেহ উদ্ধার, জামাতার বাড়ি আসামে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : শ্বশুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ জামাতার পচাগলা মৃতদেহ উদ্ধার। জামাতার বাড়ির লোকজনদের অভিযোগ শ্বশুর বাড়ির দিকে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কুমারঘাট পুর পরিষদের অধীনে ক্যান রোড এলাকায়। জানা যায়, আসামের করিমগঞ্জ রেল কলোনী এলাকার বাসিন্দা রাহুল ধর নামে এক যুবক বিগত ১০ থেকে ১১ বছর পূর্বে কুমারঘাট ক্যান রোড এলাকার বাসিন্দা মানিক দেবের কন্যা লক্ষী দেবকে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ করে। জামাতা রাহুল ধর তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শ্বশুরবাড়িতে প্রায় সময়ই বেড়াতে আসতো।

 অভিযোগ গত ৩০ নভেম্বর শ্বশুরবাড়িতে রাহুল ধর তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসে। কিন্তু গত ১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। সেদিন কুমারঘাট থানায় একটি মিসিং ডায়েরি করে রাহুল ধরের স্ত্রী লক্ষ্মী দেব। তারপর ৪ ডিসেম্বর কুমারঘাট থানায় রাহুল ধরের পরিবারের লোকদের পক্ষ থেকে পুনরায় একটি মিসিং ডায়েরি করা হয়। তারপর ৯ ডিসেম্বর কুমারঘাট থানায় রাহুল ধরের পরিবারের লোকেদের পক্ষ থেকে রাহুল ধরের শশুর মানিক দেব, রাহুল ধরের শাশুড়ি উষা দেব, তার স্ত্রী লক্ষ্মী দেব এবং এলাকার বাসিন্দা শিশির দেবনাথ সহ মোট চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সোমবার পেচারথল থানার অধীনে সেরমনটিলা এলাকায় রাহুল ধরের পচা গলা মৃতদেহ উদ্ধার করে পেচারথল থানার পুলিশ। এবং মৃতদেহ শনাক্ত করে রাহুল ধরের স্ত্রী লক্ষ্মী দেব। ঘটনার খবর পেয়ে রাহুল ধরের পরিবারের লোকেরা কুমারঘাট থানায় ছুটে আসে তার মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। রাহুল ধরের পরিবারের লোকেরা জানায় রাহুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত রয়েছে রাহুল ধরের শ্বশুর, শাশুড়ি, স্ত্রী এবং এলাকার এক ব্যক্তি। কারণ এই ব্যক্তির সাথে প্রণয় সম্পর্ক রয়েছে রাহুল ধরের স্ত্রীর। মৃত রাহুলের পরিবার ত্রিপুরা সরকার এবং আসাম সরকারের কাছে দাবি জানান, খুনের পেছনে যারা জড়িত তাদের যেতে উপযুক্ত শাস্তি হয়। নাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য