Saturday, February 8, 2025
বাড়িরাজ্যচাকুরীর পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ বেকারদের

চাকুরীর পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ বেকারদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : জে আর বি টি -র অধীন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরিক্ষার ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে আবারো বিক্ষোভ বেকারদের। উল্লেখ্য, জে আর বি টি মাধ্যমে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করার জন্য দায়িত্ব প্রদান করা হয়। সে অনুযায়ী ২০২১ সালের আগস্ট মাসে জে আর বি টি-র মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়।

 কিন্তু দীর্ঘ কয়েক মাস হয়ে গেলেও ফল প্রকাশ হয় নি। দ্রুত ফল প্রকাশের জন্য পরীক্ষার্থীরা বহুবার জে আর বি টি কার্যালয়ে ডেপুটেশন প্রদান করেছে। দপ্তর এর পক্ষ থেকে পরীক্ষার্থীদের জানানো হয়েছিল শেষ মুহূর্তের কাজ চলছে। জানুয়ারী মাসেই ফল প্রকাশ করা হবে। এখন পর্যন্ত জে আর বি টি-র ফল প্রকাশ করা হয়নি। গত ৩১ জানুয়ারী শেষ বার পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কথা হয় পরীক্ষার্থীদের সঙ্গে। কিন্তু এখনো পর্যন্ত কোন ফল প্রকাশ না করায় বুধবার ফের জে আর বি টি কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা দাবি করে কর্তৃপক্ষকে এসে তাদের সঙ্গে কথা বলতে  হবে। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে হবে। তাদের মেইলে জানানো হচ্ছে সহসাই ফল প্রকাশ করা হচ্ছে। কিন্তু ফল প্রকাশ নিয়ে কোন সদুত্তর মিলছে না বলে পরীক্ষার্থীদের অভিযোগ। তাই বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য