Wednesday, August 6, 2025
বাড়িখেলাআইপিএল নিলামে অংশ নিতে চলা বিভিন্ন দেশের খেলোয়াড়দের সংখ্যা জানাল বিসিসিআই

আইপিএল নিলামে অংশ নিতে চলা বিভিন্ন দেশের খেলোয়াড়দের সংখ্যা জানাল বিসিসিআই

নয়াদিল্ল, ১ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের মেগা নিলামের আসর।আইপিএলের এই মেগা নিলামের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নিলামে অংশ নিতে চলা ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হল। কোন দেশের কতজন ক্রিকেটার এবার আইপিএল নিলামে অংশ নিতে চলেছেন, জানিয়ে দেওয়া হল বিস্তারিত।

ভারত-সহ মোট ১৫টি দেশের ক্রিকেটাররা এবার আইপিএল নিলেমে অংশ নিতে চলেছেন। ৭ জন সহযোগী দেশের ক্রিকেটারও আইপিএলের মেগা নিলাম থেকে দল খুঁজে নেওয়ার সুযোগ পাবেন। অস্ট্রেলিয়ার সব থেকে বেশি ৪৭ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামের তালিকায়।


কোন দেশের কতজন ক্রিকেটার অংশ নেবেন:-

১. ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়।


২. আফগানিস্তানের ১৭ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে।

৩. বাংলাদেশের ৫ জন ক্রিকেটার মিলামে দল খুঁজে নেওয়ার সুযোগ পাবেন।

৪. ইংল্যান্ডের ২৪ জন ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়।

৫. আয়ারল্যান্ডের ৫ জন ক্রিকেটার নিলামে অংশ নেবেন।

৬. নিউজিল্যান্ডের ২৪ জন ক্রিকেটার মেগা নিলামে অংশ নিতে চলেছেন।

৭. দক্ষিণ আফ্রিকার ৩৩ জন ক্রিকেটার রয়েছেন আইপিএল নিলামের তালিকায়।

৮. শ্রীলঙ্কার ২৩ জন ক্রিকেটারের নাম রয়েছে মেগা নিলামের তালিকায়।

৯. ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে।

১০. জিম্বাবোয়ের ১ জন ক্রিকেটার নিলামে উঠবেন।

১১. নমিবিয়ার ৩ জন ক্রিকেটার নিলামে নাম দিয়েছেন।

১২. নেপালের ১ জন ক্রিকেটার নিলামে অংশ নেবেন।

১৩. স্কটল্যান্ডের ২ জন ক্রিকেটার নিলামে উঠবেন।

১৪. আমেরিকার ১ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামের তালিকায়।


১৫. অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটার নিলামে অংশ নিতে চলেছেন।–

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!