স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ শাহু এবং তার ঘনিষ্ঠ সহযোগীর কাছ থেকে প্রায় তিনশো কোটি টাকা উদ্ধার হয়। এই বিষয়ে সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নীরব থাকার প্রতিবাদে প্রদেশ বিজেপি -র উদ্যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়।
প্রদেশ বিজেপি কার্যালয়ে কৃষ্ণনগরের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। পরে কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। এদিন সদর (শহর) জেলা বিজেপি পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় কংগ্রেস মানেই দুর্নীতি, কংগ্রেস মানেই লুটপাট। আর এর জ্বলন্ত উদাহরণ ধীরাজ শাহু। তীব্র ভাষায় ধিক্কার জানান বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। তিনি বলেন, গরিব মানুষের টাকা তারা লুট করেছে।
নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর দেশের সকল লুটেরাদের ধর পাকড় শুরু হয়েছে। তার জলন্ত উদাহরণ কংগ্রেস সাংসদ ধিরাজ সাহুর বাড়ি থেকে ৩০০ কোটির অধিক কালো টাকা উদ্ধারের ঘটনা। এই টাকা গরীবের টাকা। তার জন্য এইদিন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির উদ্যোগে ধিরাজ সাহুর কুশ পুত্তুলিকে পুড়ানো হয়েছে।