Thursday, January 16, 2025
বাড়িরাজ্যবিউটি পার্লারের জন্য বাড়ি থেকে বের হয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে...

বিউটি পার্লারের জন্য বাড়ি থেকে বের হয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে উধাও গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : বিউটি পার্লারের কথা বলে বাড়ি থেকে বের হয়ে উধাও বধূ। ঘর থেকে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা বলে অভিযোগ। নিখোঁজ গৃহবধূকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমের শরণাপন্ন হলেন স্বামী। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার পুর পরিষদের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় দেবনাথ বিগত ১০ বছর পূর্বে নলুয়া কাজীরখিল এলাকার বাসিন্দা সংগীতা দেবনাথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিবাহের পর সুখের সংসার ছিল, কিন্তু গত ২৭শে নভেম্বর বিউটি পার্লারের কাজ শিখবে বলে বাড়ি থেকে বের হয় তার স্ত্রী সংগীতা দেবনাথ।  কিন্তু পরবর্তী সময় ঘরে আর ফিরে আসেনি।  অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে শান্তিরবাজার থানায় যায় স্বামী। স্ত্রীর নিখোঁজ হবার বিষয়ে ২৯ শে নভেম্বর শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে সংবাদমাধ্যমের দারস্ত হন স্বামী। নিখোঁজের ব্যাপারে জানাতে গিয়ে স্বামী জানান, তার স্ত্রী বাড়ি থেকে যাবার সময় নগদ ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্নলঙ্কার নিয়ে যায়। অসহায় স্বামী এখন চাইছে প্রসাশন যেন ঘটনার সুষ্ঠ তদন্ত করে স্ত্রীকে ফিরিয়ে দেয়। স্ত্রীকে অর্থের লোভে কেউ অপরহরন করেছে কিনা তা নিয়ে প্রশ্ন জাগছে স্বামীর মনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য