স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : স্বামী অত্যাচার সহ্য করতে না পেরে গোমতী নদীতে নেমে আত্মহত্যার চেষ্টা করল এক নাবালিকায় গৃহবধূ। ঘটনা মেলাঘর বটতলী বাতাস সেতু সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ১৬ বছরের এই গৃহবধূ দীর্ঘদিন ধরে স্বামীর অত্যাচারে ভুগছে। বাপের বাড়িতে চলে আসলো বাপের বাড়ি লোকজনেরও তাকে অবহেলা করছে।
শেষ পর্যন্ত গৃহবধূ এই আত্মহত্যার চেষ্টা করে। সে জায়গায় তার বাপের বাড়ি সোনামুড়া কুলুবাড়ী এলাকায়। তার স্বামীর বাড়ি মেলাঘর পয়ানবাড়ি এলাকায়। শেষ পর্যন্ত স্থানীয়রা মেয়েটিকে গোমতী নদী থেকে উদ্ধার করে সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। গৃহবধূর অভিযোগ আগে তাকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করত। স্বামীকে সে বুঝিয়েছিল যাতে সেখান থেকে অন্যথায় চলে যায়। কিন্তু স্বামী তার শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের সাথে পাল্লা দিয়ে তাকে এভাবে অত্যাচার করত। তাই তাকে আত্মহত্যা চেষ্টা করতে হয়েছে বলে অভিযোগ তুলে শ্বশুরবাড়ি লোকজনদের বিরুদ্ধে অসহায় গৃহবধূ। এখন দেখার বিষয় সোনামুড়া থানার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে।