স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : পুলিশের সদর কার্যালয় সংলগ্ন এলাকায় চোর সন্দেহে আটক নাবালক। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা যায়, বিধানসভার প্রাক্তন স্পিকার রেবতী মোহন দাস ও প্রাক্তন মন্ত্রী ভগবান দাসের সরকারি আবাসন থেকে একের পর এক সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। রবিবার এলাকাবাসী এক চোরকে আটক করে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ধৃত চোরকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
এলাকাবাসীদের অভিযোগ প্রায় সময়ই এই আবাসনে চুরির ঘটনা ঘটে চলছে। পাশেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে কুমারি, মধুতি রূপশ্রী আবাসন। এই আবাসনে প্রতিনিয়ত অসামাজিক কাজ চলে। স্থানীয় এক যুবক জানান পরিত্যক্ত কুমারি মধুতি রূপশ্রী আবাসনটিকে সংস্কার করে সেখানে কোন সরকারি অফিস খোলা হোক। তাহলে সেখানে অসামিক কাজ বন্ধ হয়ে যাবে। এতে এলাকার জন্য ভালো হবে।