স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : কন্টেইনার গাড়িতে করে বহিঃরাজ্যে পাচারকালে আটক গাঁজা বোঝাই গাড়ি। গাড়িটি চেকিং-এর পূর্বে পালিয়ে যায় চালক। জানা যায় শনিবার সকাল ৯ টা নাগাদ আগরতলা থেকে গুয়াহাটি গামী NL-02Q-8170 নাম্বারের একটি খালি কন্টেইনার গাড়ি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টের নাকা পয়েন্টে যাওয়ার পর আসাম পুলিশ গাড়িটিকে তল্লাশির জন্য আটক করে।
গাড়ি আটক করার সাথে সাথে গাড়ি চালক পালিয়ে যায়। এতে আসাম পুলিশের সন্দেহ হয়। সাথে সাথে গাড়িটিতে তল্লাশি চালায় আসাম পুলিশ। এই তল্লাসি অভিযানে গাড়ির উপরে থাকা গোপন কেবিন থেকে ৯১ প্যাকেটে ৬৩৭ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত গাজার কালোবাজারি মূল্য প্রায় ৬৪ লক্ষ টাকা বলে জানান ইনচার্জ প্রনব মিলি। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ।