স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : শনিবার বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের উদ্যোগে মেগা চক্ষুদান শিবির অনুষ্ঠিত হয়। জয়পুর মসজিদে অনুষ্ঠিত হয় এই মেগা চুক্ষু শিবির।
উপস্থিত আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। এইদিনের চুক্ষু শিবির থেকে এলাকার বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিট প্রায় সময় বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকে। এইদিন তারা চুক্ষু শিবিরের আয়োজন করেছে। এই চুক্ষু শিবির সময় উপযোগী শিবির বলে জানান তিনি। পাশাপাশি তিনি জানান এই চুক্ষু শিবির আয়োজন করায় এলাকার লোকজন উপকৃত হবে বলে আসা ব্যক্ত করেন।