স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তি উপলক্ষে মেয়র দীপক মজুমদারকে অভিনন্দন জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য।
শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা জানান রাজীব ভট্টাচার্য। নিগমের মেয়রকে সংবর্ধনা জানানোর পর প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান গত দুই বছরে আগরতলা পুর নিগম অনেক কাজ করেছে। জনগণের চাহিদা পূরণে নিরলস ভাবে কাজ করছে আগরতলা পুর নিগম। এই দুই বছরে আগরতলা পুর নিগম কি কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড নিয়ে প্রতিটি নাগরিকের বাড়িতে যাবে পুর নিগম।