স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : বধূ মৃত্যুকাণ্ডে অভিযুক্ত স্বামী মিন্টু দেববর্মাকে গ্রেপ্তার করলো পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করে পুলিস। ঘটনাটি ঘটেছিল কল্যাণপুর থানার অন্তর্গত হলংমুথাই এডিসি ভিলেজের হাজারী বাড়ী এলাকায়। দুই সন্তানের জননী জেসমিন দেববর্মাকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখার অভিযোগ উঠে তাঁর স্বামীর বিরুদ্ধে।ঘটনার পর থেকে মৃত বধূর স্বামী পলাতক ছিল।পুলিস অভিযুক্তকে জালে তুলতে তৎপর ছিলেন।
অবশেষে গোপন খবরের ভিত্তিতে কল্যাণপুর থানার পুলিস অভিযুক্তকে উত্তর মহারানীপুর এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানান দুই দিন আগে মিন্টু এবং জেসমিন একসাথেই নিজেদের রাবার বাগানে কাজ করতে গিয়েছিলেন। একটা সময়ে বাড়ি ফেরা নিয়ে বচসা তৈরি হলে মিন্টু জেসমিনকে মেরে ফেলে বলে স্বীকারোক্তি দিয়েছে অভিযুক্ত। এমনটাই দাবি প্রসুন কান্তি ত্রিপুরার। এরপর মিন্টু নিজেই তার স্ত্রীর দেহ মাটি চাপা দিয়ে দেয়।তবে ঘটনার তদন্ত চলছে বলে জানান মহকুমা পুলিস আধিকারিক। এমন রোমহর্ষক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি উঠেছে তদন্ত ক্রমে দোষীর কঠোর শাস্তির।