স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : দ্বিতীয় বর্ষপূর্তিতে এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের তরফে। শুক্রবার পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গণে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর সান্তনা সাহা, সমাজসেবী দিলিপ মোদক, পুর নিগমের আধিকারিক সহ অন্যরা।
অতিথিরা দুঃস্থদের মধ্যে বস্ত্র তুলে দেন।অনুষ্ঠানে পুর নিগমের মেয়র অভিযোগ করেন, পূর্বতন বাম পুর নিগম অনেক কাজ করেনি। তাদের মানসিকতা ছিল না কাজ করার ফলে এই ওয়ার্ডে অনেক সমস্যা রয়েছে। কিন্তু বর্তমানে কর্পোরেটর চেষ্টা করেছেন অনেক কাজ করার। তিনি বলেন, যাকে নাগরিকরা দুই বছর আগে আস্থা রেখে নির্বাচিত করে পাঠিয়েছেন উনি কাজ করছেন। সব কাজ একদিনে করা যাবে না। সার্বিক আগরতলা শহরকে উন্নয়ন করার চেষ্টা চলছে। এখন আগরতলা শহরের চেহারা পাল্টে গেছে। নিগমের মেয়র জানান আগরতলা শহরের আরও ৬৫ টি পুকুরের সৌন্দর্যায়ন করা হবে। বাম পুর নিগমের তুলনায় বর্তমান পুর নিগম অনেক কাজ বেশি করেছে।