স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : ২৫ শে ডিসেম্বর পবিত্র বড়দিন উৎসব। এই উৎসব ক্রিসমাস ডে নামেই পরিচিত। রাজধানী আগরতলার মরিয়ম নগর চার্চে প্রতিবছরের মত এ বছরেও এই উৎসব উদযাপিত হবে। এরই লক্ষ্যে শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী।
উপস্থিত ছিলেন কর্পোরেটর উত্তম ঘোষ সহ মন্ডল স্তরের অন্যান্য কার্য কর্তারা। বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিধায়ক রতন চক্রবর্তী জানিয়েছেন এই উৎসবকে সাফল্যের রূপ দিতে কোন ধরনের কার্পণ্য করা হবে না। আগামী দু-একদিনের মধ্যেই যে সমস্ত কাজগুলো করতে হবে তা শুরু হয়ে যাবে। অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্তদের কোনভাবেই এই উৎসব ও মেলা কে বেছে নীতি দেওয়া হবে না। এর জন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী।