স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : আগরতলা রেলস্টেশন থেকে ৯ জন গাঁজা পাচারকারীকে আটক করলো জি আর পি পুলিশ। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস দিয়ে তারা বহিঃ রাজ্যে গাঁজাগুলি পাচার করার পরিকল্পনা নিয়েছিল। তারা যখন রেলস্টেশন প্রবেশ করছিল তখন পুলিশের সন্দেহ হয়। তাদের আটক করে তল্লাশি চালাতে প্রত্যেকের ব্যাগ থেকে উদ্ধার হয় গাঁজার প্যাকেট। নয়জনের কাছ থেকে মোট ৫২ কেজি শুকনো গাঁজা আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ তাদের আটক করে জিজ্ঞেসাবাদ শুরু করেছে। শুক্রবার তাদের আদালতে তোলা হবে বলে জানায় জি আর পি পুলিশ। ধৃতদের নাম গৌতম কুমার, সুবোধ যাদব, রোমান কুমার, রকশা কুমার, কিংকর সিং, ব্রজেশ মন্ডল, প্রশান্ত কুমার, বোধন মন্ডল এবং শুকলাল কুমার। পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা সকলেই বিহারের বাসিন্দা। ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস দিয়ে তারা বুধবার রাজ্যে এসেছে। বৃহস্পতিবার আবারও তারা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস দিয়ে রওনা হওয়ার চেষ্টা করেছিল। সে অনুযায়ী তারা পার্সেল গেট দিয়ে টেনে ওঠার জন্য রওনা হয়েছিল। কারণ পার্সেল গেইটে কোন সিসি ক্যামেরা নেই। আটক গাঁজার বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা হবে। ইদানিং অধিকাংশ গাঁজা পাচারকারী সিধাই মোহনপুর, বক্সনগর এবং মেলাঘর থেকে আসছে।