Wednesday, November 13, 2024
বাড়িরাজ্য২০৪৭ সালের মধ্যে এক শক্তিশালী ভারত গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী :...

২০৪৭ সালের মধ্যে এক শক্তিশালী ভারত গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী : মু্খ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন সহযোগিতা মানুষের কাছে পৌঁছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধরণের শিবির করা হচ্ছে।

 যারা কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প গুলির সুযোগ এখনও পাননি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই শিবির। বৃহস্পতিবার এ ধরণের শিবির করা হয় কমলাসাগর বিধানসভার মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গনে। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রীয়া দাস দত্ত, জেলা পুলিস সুপার, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। শিবিরে জেলা প্রশাসন ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর স্টল খুলে।

অনুষ্ঠানে এলাকার বিধায়িকার উন্নয়ন তহবিল থেকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। তাছাড়াও বিভিন্ন সামাজিক সংস্থা এবং এলাকার বেকার যুবকদের স্বাবলম্বন হওয়ার জন্য লোন এবং উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, টিবি চ্যাম্পিয়ন কার্ড সুবিধাভোগীদের মধ্যে বিলি করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ২০৪৭ সালের মধ্যে এক শক্তিশালী ভারত গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই চিন্তাধারা নিয়ে অগ্রসর হচ্ছে সরকার। বিভিন্ন সরকারি প্রকল্প গুলি সম্পর্কে মানুষের মধ্যে নিয়ে যেতে কেন্দ্রের তরফে পাঠানো ভ্রাম্যমান গাড়ি গুলি রাজ্যের সর্বত্র যাবে। এদিন বৃষ্টির মধ্যেই সরকারি প্রকল্প গুলির সুযোগ নিতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য