Sunday, May 19, 2024
বাড়িরাজ্যদুটি বায়ো সেফটি লেভেল থ্রি ল্যাবরেটরি রয়েছে জিবি হাসপাতালে

দুটি বায়ো সেফটি লেভেল থ্রি ল্যাবরেটরি রয়েছে জিবি হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : জিবির মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সহ চার ধরণের অনুজিবীদের রোগ নির্ণয়ের ব্যবস্থা রয়েছে। রয়েছে পৃথক ইউনিট। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান এই বিভাগের প্রধান ডাঃ তপন মজুমদার।প্রতি বৃহস্পতিবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়।

 বিভিন্ন বিভাগের তরফে পৃথক ভাবে সাংবাদিক সম্মেলন করে তথ্য তুলে ধরা হয়। বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানান জিবি -র এম এস শঙ্কর চক্রবর্তী, বিভাগের প্রধান তপন মজুমদার, এসোসিয়েট প্রফেসার ডাঃ শিবব্রত ভট্টাচার্য সহ অন্যরা। এদিন ডাঃ তপন মজুমদার জানান, এই বিভাগে দুটি বায়ো সেফটি লেভেল থ্রি ল্যাবরেটরি রয়েছে। দেশের কোন মেডিক্যাল কলেজে দুটি নেই। করোনার পরবর্তী সময়ে রাজ্যে ল্যাবগুলি আপডেট করা হয়েছে। মারাত্মক সংক্রমণ কারী জীবাণু চিহ্নিত করণে রাজ্যের বাইরে বেশি পাঠাতে হয় না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য