Wednesday, November 13, 2024
বাড়িরাজ্যজনজাতি নেতাদের নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক

জনজাতি নেতাদের নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : ২০২৪ লোকসভা নির্বাচনে পাহাড়ের ভোটব্যাঙ্ক কিভাবে নিজেদের দখলে আনা যায় সেদিকে গুরুত্ব দিয়ে চলেছে বিজেপি -র ডাবল ইঞ্জিন। বিগত বিধানসভা নির্বাচনে পাহাড়ের কুঁড়িটি আসনের মধ্যে অধিকাংশ আসনেই বিজেপি -র অসফলতার লক্ষ্য করা গেছে।

তাই লোকসভা নির্বাচনে আগে হোমওয়ার্ক করে মাঠে নামতে চলেছে প্রদেশ বিজেপি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে কুড়িটি বিধানসভা কেন্দ্রের জনজাতি নেতাদের নিয়ে বৈঠকে বসে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে প্রধানমন্ত্রীকে ত্রিপুরার দুটি আসন উপহার দেওয়া যায় সেদিকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিনের বৈঠক সম্পর্কে বলেন, রাজ্যের কুড়িটি জনজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের নেতা এবং মন্ডল ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত করা হয়। কিভাবে পাহাড়ে সংগঠন মজবুত করা যায় সে বিষয়ে আলোচনা হয়।

কুড়িটি আসনে বুথ লেভেল পর্যন্ত কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয় নিয়ে কার্যকর্তাদের সাথে বিস্তার আলোচনা হয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনে প্রস্তুতি বহু আগে থেকেই শুরু হয়ে গেছে। আজকে এই সাংগঠনিক বৈঠকের মধ্যে দিয়ে জনজাতি কুড়িটি আসনের বিস্তারক নির্ণয় করে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০২৪ সালে আবারো দেশে সরকার প্রতিষ্ঠিত হবে। বিগত দিন থেকে আরও বেশি ভোটে ত্রিপুরার দুটি আসনে বিজেপি জয়ী হবে। তবে পাহাড় নিয়ে ইতিমধ্যেই আঞ্চলিক দলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। কারণ পাহাড়ে বিভিন্ন সময়ে আঞ্চলিক দলের নেতারা বিভিন্ন স্লোগান কান ভারী করেছে জনজাতিদের। এতে বিভ্রান্ত হয়েছে জনজাতিরা। ইতিমধ্যে সেসব আঞ্চলিক দলে লক্ষ্য করা যাচ্ছে। তবে শাসক দলের কাছে পাহাড়ে বহুমুখী লড়াই করে নিজেদের শক্তি প্রকাশ করা এক প্রকার ভাবেই কঠিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য