Monday, January 13, 2025
বাড়িরাজ্যপ্রেমিকার ভাইয়ের হাতে নির্যাতনের শিকার হয়ে অপমানে আত্মহত্যা প্রেমিকের

প্রেমিকার ভাইয়ের হাতে নির্যাতনের শিকার হয়ে অপমানে আত্মহত্যা প্রেমিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : প্রেমিকার ভাইয়ের হাতে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিল ১৭ বছর বয়সি নাবালক সায়ন বর্ধন। সে খোয়াই বয়েজ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বাড়ি খোয়াই নন্দন টিলা এলাকায়। মা হারা সায়ন দীর্ঘ দু’বছর আগে খোয়াই অজগর টিলার একটি মেয়ের সাথে ভালোবাসায় জড়িয়ে পড়েছিল। তাদের মধ্যে সবকিছু ঠিকঠাকভাবে চলছিল।

 সায়নের পরিবার থেকে তাদের ভালোবাসা মেনে নিয়ে ১৮ বছর পূর্ণ হলে বিয়ে করার পরিকল্পনা নেয়। কিন্তু মাঝ পথে তাদের সম্পর্কে কাল হয়ে দাঁড়ায় প্রেমিকার ভাই। বুধবার সায়নকে ডেকে নিয়ে মারধর করে বলে অভিযোগ। আর সেই অপমান সহ্য করতে না পেরে সায়ন রামচন্দ্র ঘাট সংলগ্ন এলাকায় প্রেমিকাকে ভিডিও কল করে বিষ খেয়ে নেয়। তারপর রাতের বেলা বাড়ি ফিরে আসলে তার বাবা তাকে ভাত খেতে আসার জন্য ডাকে।

তখন সে তার অসুস্থতার কথা তার বাবাকে বলে। তখন তার বাবা জানতে পারে সে বিষ খেয়েছে। সাথে সাথে তাকে বাইকে করে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর বৃহস্পতিবার সকাল ছয়টা দশ মিনিটে তার মৃত্যু হয়। তারপর সায়নের পরিবার তার প্রেমিকাকে ফোন করে শেষবারের মতো দেখে যাওয়ার জন্য বলে। কিন্তু মেয়েটি একবারের জন্য সায়ন দেখতে আসে নি। সায়নের পরিবার দাবি জানায় প্রেমিকা এবং তার ভাইয়ের কঠোর শাস্তির। আত্মহত্যার জন্য দায়ী তার প্রেমিকার ভাই। সে সায়নকে যদি নির্যাতন না করতো তাহলে সায়ন আত্মহত্যার পথ বেছে নিত না। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারে হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে ছেলে হারা পিতা। এখন দেখার বিষয় নাবালকের উপর নির্যাতন করার অপরাধে এবং এই ঘটনার সাথে জড়িত মূল মাস্টারমাইন্ড প্রেমিকার ভাইকে পুলিশ জালে তুলে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য