Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যবিশালগড় বাইপাস নিয়ে এবার বিধায়কের কড়া বার্তা

বিশালগড় বাইপাস নিয়ে এবার বিধায়কের কড়া বার্তা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : অসামাজিক কাজ দেখলেই বিধায়ককে ফোন করবেন। বাকিটা না করতে পারলে নাকে খড় দেবো। এবং অসামাজিক কাজের জন্য নিজের বাবাকেও রেহাই দেবো না। বিশালগড় বাইপাসে ব্যবসায়ীদের কাছে গিয়ে এলাকার শান্তির পরিবেশ বজায় রাখার জন্য আবেদন জানিয়ে এ কথা বললেন বিধায়ক সুশান্ত দেব। কারণ বিশালগড় বাইপাসে ছিনতাই, অপহরণ সহ একাধিক ঘটনা এখনো পর্যন্ত ঘটেছে।

 যার কারনে সন্ধ্যার পর মানুষ বিশালগড় বাইপাস সড়ক এড়িয়ে চলেন। সন্ধ্যার পর আতঙ্ক পুরিতে পরিণত হয় বিশালগড় বাইপাস সড়ক। অবশেষে বিশালগড় বাইপাস সড়কে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ময়দানে নামলেন খোদ এলাকার বিধায়ক। বুধবার রাতে বিধায়ক এলাকার নাগরিকদের নিয়ে বাইপাস সড়ক পরিদর্শন করেন। কথা বলেন এলাকার লোকজনদের সাথে। বিশালগড় বাইপাস সড়ককে সমাজদ্রোহী মুক্ত করতে সকলে এগিয়ে এসে সহযোগিতা কারার আহ্বান জানান। বিধায়ক এইদিন এলাকার নাগরিকদের জানান বিশালগড় বাইপাস সড়ক বিশালগড়বাসির স্বপ্নের সড়ক। এই সড়ক হওয়ায় অনেকের উপকার হয়েছে। কিন্তু কিছু লোক বিশালগড় বাইপাস সড়কের বদনাম করার চেষ্টা করছে। তারা যেই দলের হোক না কেন। তাদেরকে ছাড়া হবে না। কোন ধরনের আপোষ নয়।

এলাকাবাসীদের প্রতি আহ্বান জানান অসামাজিক কাজের সাথে যুক্ত কাউকে দেখতে পেলে সাথে সাথে ওনাকে ফোন করে জানানোর জন্য। জিনি খবর দেবেন ওনার পরিচয় গোপন রাখা হবে। বিশালগড় বাইপাস সড়কে ইতিপূর্বে একাধিক ঘটনা ঘটেছে। থানায় মামলাও দায়ের হয়েছে। কিন্তু পুলিশ বিশালগড় বাইপাস সড়কে ভয়মুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। এখন দেখার এলাকার বিধায়ক বিশালগড় বাইপাস সড়কে ভয়মুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হন কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য