স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : মঙ্গলবার পদ্মশ্রী প্রাপ্ত প্রয়াত থাঙ্গা ডারলং -এর বাসভবনে গিয়ে সরকারের দিকে আঙ্গুল তুললেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি বলেন, বিভিন্ন দিকে বঞ্চিত করে রেখেছিলেন পদ্মশ্রী প্রাপ্ত থাঙ্গা ডারলং -কে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর এবং পানীয় জল কোনটাই পায়নি পদ্মশ্রী থাঙ্গা ডারলং -এর পরিবার। থাঙ্গা ডারলং খুব কষ্টে মারা গেছেন বলে জানান বিরোধী দলনেতা।
বিশেষ করে পদ্মশ্রী থাঙ্গা ডারলং মারা যাওয়ার পর যে রাষ্ট্রীয় সম্মান পাওয়ার কথা ছিল সেটা পর্যন্ত পায়নি। বিশেষ করে পরিবারের কাছ থেকে জানা গেছে ঊনকোটি জেলা শাসক, কৈলাশহর মহাকুমার শাসক এবং জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে কোন ব্যবস্থা করা হয়নি। বিনা রাষ্ট্রীয় সম্মানে থাঙ্গা ডারলং -এর পরিবার শেষকৃত্য সম্পন্ন করেছে। কিন্তু এটা অত্যন্ত আশাহত ঘটনা। এর তীব্র নিন্দা জানানো হচ্ছে। কারণ পদ্মশ্রী থাঙ্গা ডারলং ত্রিপুরার গর্ব ছিলেন। কিন্তু তাঁকে সঠিক সম্মান না দেওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে। পাশাপাশি প্রয়াত থাঙ্গা ডারলং -এর পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর এবং পানীয় জলের সুবিধা করার জন্য দাবি জানান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে।